আমদাবাদ: ২২ বছরের রেশ বজায় রেখে ফের ক্ষমতায় ফিরলেও, গুজরাতে মোটেই খুব সহজে জয় পায়নি বিজেপি। সকাল থেকে গণনা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন কেন্দ্রে বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। বিজেপির কাছে হার মানলেও, গুজরাতে আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, গুজরাতে এই লড়াইকে কংগ্রেস হার হিসেবে দেখতে নারাজ। বরং, কংগ্রেসের সদ্য নিযুক্ত সভাপতি রাহুল গাঁধী যেভাবে ঝাঁপিয়ে পড়ে এবার প্রচারে নেমেছিলেন, তাতে গুজরাতের দুই বিরোধী দলের জয়ের ব্যবধান কমেছে। মানুষের থেকে ইতিবাচক প্রতিক্রিয়াই পেয়েছেন রাহুল, মত কংগ্রেস নেতা অশোক গেহলটের।
গুজরাতে কংগ্রেসের ইলেকশন ইনচার্জ ছিলেন গেহলট। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘাঁটিতে গিয়ে, যেভাবে প্রচারে করে মানুষের সমর্থন জিতে নিয়েছেন রাহুল, তারই ইঙ্গিত পাওয়া গিয়েছে নির্বাচনী ফলে। এইমুহূর্তের যা গতিপ্রকৃতি, ১৮১ আসন বিশিষ্ট গুজরাত আসনে ১০৫টি রয়েছে বিজেপির দখলে, কংগ্রেসের দখলে ৭৫টি এবং অন্যান্যদের দখলে রয়েছে ২টি আসন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও, কংগ্রেসের থেকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছে। ট্রেন্ড বলছে, ২০১২ সালের থেকে বেশি আসন পেয়ে এবার লড়াই থামাবে কংগ্রেস।
বাসে করে গুজরাতের বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছেন রাহুল। সেই পরিশ্রমের ফল গোটা দেশ দেখল। গেহলেটর মতে, তাঁরা যে উদ্দেশ্য নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন, তাতে তাঁরা সফল হয়েছেন। গুজরাতের মানুষ কী চায়, সেটা তাঁদের দল সফলভাবে গোটা দেশবাসীর সামনে তুলে ধরতে পেরেছে। যদিও, গেরুয়া শিবির একাধিকবার মোদীকে সে রাজ্যের সন্তান বলে অ্যাডভান্টেজে খেলতে চেয়েছিল। তবে পুরোপুরি বিজেপির সেই তাস সফল হয়নি। আপাতত এই নির্বাচনে ভোট বাড়িয়ে বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস।
গুজরাত নির্বাচন: সুগঠিত প্রচার করেছে রাহুল, তাই লড়াইও হাড্ডাহাড্ডি হয়েছে, গেহলট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Dec 2017 02:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -