নয়াদিল্লি: পিএনবি কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মৌন থাকার অভিযোগ তুলে ফের তাঁকে ট্যুইটে বিদ্রূপ রাহুল গাঁধীর। প্রধানমন্ত্রী এর আগে বিভিন্ন নির্বাচনী জনসভায় দেশবাসীর 'পাহারাদারের' দায়িত্ব পালন করবেন, 'না খাউঙ্গা, না খানে দুঙ্গা' অর্থাত নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না বলে যে অঙ্গীকার করেছেন, তাকে খোঁচা দেন কংগ্রেস সভাপতি। তাঁর প্রশ্ন, কোটি কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী যখন লিকার ব্যারন বিজয় মাল্যের মতোই দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখন 'দেশের পাহারাদার' কোথায় ছিলেন! রাহুল বলেন, দেশবাসী জানতে চায়, 'ওনার এই নীরবতার রহস্যটা কী'! উনি আসলে কাদের প্রতি অনুগত, তা প্রকট হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।





প্রধানমন্ত্রীকে নিশানা করে #মোদীরবসইন্ডিয়া এই হ্যাশট্যাগও ব্যবহার করেন কংগ্রেস সভাপতি। বলেন, প্রথমে ললিত (মোদী) আর তারপর (বিজয়) মাল্য, এবার নীরবও (মোদী) উধাও। দেশের পাহারাদার কোথায় গেলেন, যিনি বলেছিলেন 'না খাউঙ্গা, না খানে দুঙ্গা'? সাহেবের নীরবতার কারণ জানতে অধীর দেশবাসী।
পিএনবি জালিয়াতি প্রকাশ্যে আসার পর থেকেই রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের বিরুদ্ধে সরব। তাঁর অভিযোগ, এমন বিশাল অঙ্কের কেলেঙ্কারি কখনই সর্বোচ্চ স্তরের মাথারা জড়িত না থাকলে হতে পারত না। সব কিছু জানা সত্ত্বেও কোনও ব্যবস্থাই নেননি প্রধানমন্ত্রী।