রাহুলের ট্যুইটের অর্থ, বর্তমান জিএসটির মাধ্যমে লোকের আয় কেড়ে নেওয়া হচ্ছে।
১৯৭৫-এর ব্লকব্লাস্টার শোলে-তে গব্বর চরিত্রটির মুখে ডায়ালগ ছিল, ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর! সেই ধাঁচেই কংগ্রেস সহ সভাপতির এদিনের ট্যুইট।
গতকাল গাঁধীনগরের সভা থেকে জিএসটি ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে তিনি নয়া কর কাঠামো সরল করার দাবি জানান। বলেন, ওদের জিএসটি আসলে জিএসটি নয়। এই জিএসটি মানে গব্বর সিং ট্যাক্স, যা দেশের ক্ষতি করছে। শেষ হয়ে যাচ্ছেন ছোট দোকানদাররা। এমনিতেই লাখ লাখ যুবক বেকার। কিন্তু কোনও কথা শুনতেই রাজি নয় ওরা।
কংগ্রেস নতুন কর ব্যবস্থার 'ক্ষতিকর প্রভাব, দিক' সম্পর্কে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও মোদী সরকার কান না দিয়ে নিজের মতো জিএসটি রূপায়ণে এগিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন রাহুল।