গতকাল গাঁধীনগরের সভা থেকে জিএসটি ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে তিনি নয়া কর কাঠামো সরল করার দাবি জানান। বলেন, ওদের জিএসটি আসলে জিএসটি নয়। এই জিএসটি মানে গব্বর সিং ট্যাক্স, যা দেশের ক্ষতি করছে। শেষ হয়ে যাচ্ছেন ছোট দোকানদাররা। এমনিতেই লাখ লাখ যুবক বেকার। কিন্তু কোনও কথা শুনতেই রাজি নয় ওরা। কংগ্রেস নতুন কর ব্যবস্থার 'ক্ষতিকর প্রভাব, দিক' সম্পর্কে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও মোদী সরকার কান না দিয়ে নিজের মতো জিএসটি রূপায়ণে এগিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন রাহুল। জিএসটি মানে গব্বর সিং ট্যাক্স, ইয়ে কামাই মুঝে দে দে! ফের মোদীকে কটাক্ষ রাহুলের
Web Desk, ABP Ananda | 24 Oct 2017 02:51 PM (IST)
নয়াদিল্লি: গতকাল গুজরাতের সমাবেশে নরেন্দ্র মোদীর জিএসটি-কে 'গব্বর সিং ট্যাক্স' বলে আক্রমণ করেছিলেন। গব্বর যে কালজয়ী হিন্দি ছবির চরিত্র, সেই 'শোলে'-র বহু উদ্ধৃত ডায়লগের সূত্র ধরে প্রধানমন্ত্রীকে আক্রমণে ধার বাড়িয়ে কংগ্রেস সহ সভাপতি আজ ট্যুইট করেন, কংগ্রেস জিএসটি-প্রকৃত অর্থেই সহজ, সরল কর। আর মোদীজীর ট্যাক্স মানে গব্বর সিং ট্যাক্স অর্থাত ইয়ে কামাই মুঝে দে দে! রাহুলের ট্যুইটের অর্থ, বর্তমান জিএসটির মাধ্যমে লোকের আয় কেড়ে নেওয়া হচ্ছে। ১৯৭৫-এর ব্লকব্লাস্টার শোলে-তে গব্বর চরিত্রটির মুখে ডায়ালগ ছিল, ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর! সেই ধাঁচেই কংগ্রেস সহ সভাপতির এদিনের ট্যুইট।