নয়াদিল্লি: প্রয়াত রাজীব গাঁধীর ৭৫-তম জন্মবার্ষিকীর প্রাক্কালে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে তথ্য প্রযুক্তি ও টেলিকম বিপ্লবের দুনিয়ায় তাঁর সাফল্য স্মরণ করলেন রাহুল গাঁধী। ২০ আগস্ট, আগামীকাল প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিনের আগে রাহুল ট্যুইট করেছেন, এ সপ্তাহে আমরা রাজীব গাঁধীজির ৭৫-তম জন্মবার্ষিকী পালন করব দেশব্যাপী স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে। কংগ্রেস এ ব্যাপারে নানা অনু্ষ্ঠানের আয়োজন করবে বলে জানান তিনি।



রাহুল লিখেছেন, তাঁকে সম্মান জানাতে এ সপ্তাহের প্রতিটি দিন ওনার অনেক অসামান্য কৃতিত্বের দিকে একটি একটি করে দৃষ্টি আকর্ষণ করব। আজ বলছি তথ্য ও প্রযুক্তি বিপ্লবের কথা।
রাজীব প্রধানমন্ত্রী থাকাকালে দেশে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে পাওয়া সাফল্যের উল্লেখ করে ৫৫ সেকেন্ডের একটি ক্লিপও ট্যুইটে শেয়ার করেছেন রাহুল।