নয়াদিল্লি: উনার দলিত নিগ্রহের প্রসঙ্গ তুলে সরব রাহুল গাঁধী। গুজরাতে দলিতরা নিগ্রহের শিকার হচ্ছেন, তাঁদের সুরক্ষায় একাধিক আইন থাকলেও তাঁরা রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে অভিযোগ করলেন গতকাল কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়া রাহুল। উনায় মৃত গরুর চামড়া ছাড়ানোর সময় দলিতদের ওপর হামলার দায় কার, জানতে চান তিনি। রাহুল ট্যুইট করেন, না জমি, না চাকরি। স্বাস্থ্য বা শিক্ষা, কিছুই নেই। গুজরাতের দলিতরা পেয়েছেন শুধু নিরাপত্তাহীনতা। উনার মর্মান্তিক ঘটনার ব্যাপারে মোদীজী নীরব, তাহলে কে এর দায়িত্ব নেবেন? দলিতদের নামে অনেক আইন তৈরি হয়েছে, কিন্তু সেগুলি আন্তরিকতার সঙ্গে রূপায়ণ করবে কে?






গুজরাত নির্বাচনের প্রচারে '২২ সালো কা হিসাব, গুজরাত মাঙ্গে জবাব' এই শিরোনামে সোস্যাল মিডিয়ায় রোজ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি করে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন রাহুল। সেই প্রচারেরই অংশ এদিনের প্রশ্নটি। এর আগে প্রধানমন্ত্রীকে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক ব্যবস্থা পরিচালনা সংক্রান্ত ইস্যুতে প্রশ্ন করে কৃষক, মহিলা, যুবসমাজের বর্তমান হাল তুলে ধরেছেন।