নয়াদিল্লি: কংগ্রেসের লোকসভা নির্বাচনে চরম ভরাডুবির জেরে কংগ্রেস সভাপতি পদে রাহুল গাঁধীর ইস্তফার পর কে দলের হাল ধরবেন, তা নিয়ে জল্পনা বহাল রয়েছে। রাহুল ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সরে গেলেও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী মঞ্চ কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লুসি) তাঁর ইস্তফার সিদ্ধান্ত মানতে অস্বীকার করে তাঁকে সর্বস্তরে দলকে চাঙ্গা করতে বলেছে। রাহুল যদিও সিদ্ধান্তে অনড়। এই অচলাবস্থার মধ্যেই আজ নিজের উত্তরাধিকারী বাছাই প্রক্রিয়ায় তিনি থাকতে নারাজ বলে জানিয়েছেন রাহুল। কে তাঁর পদে বসছেন, জানতে চাওয়া হলে রাহুল বলেন, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না, নেবে দল।
সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কংগ্রেস সাকুল্যে মাত্র ৫২টি আসন পেয়েছে। এর ১০০ শতাংশ দায় মাথায় নিয়ে গত ২৬ মে দলীয় সভাপতি পদে ইস্তফা দেন রাহুল, ওয়ার্কিং কমিটিকে তাঁর কঠোর মনোভাবও জানিয়ে দেন।
কংগ্রেসে পরিবারতন্ত্র কায়েম রয়েছে, সর্বোচ্চ নেতৃত্বের পদ একটি পরিবারের কুক্ষীগত, কিন্তু ভরাডুবির দায় তাদের নিতে হয় না, ওই দল সম্পর্কে সমালোচক-নিন্দুকদের সবচেয়ে বড় অভিযোগ এটাই। এই প্রেক্ষাপটেই রাহুল সাংবাদিকদের আজ বলেন, সিস্টেমের মধ্যে দায়িত্ব চিহ্নিত করা, দায় স্বীকারের ব্যবস্থা থাকা উচিত। আমি সেই প্রক্রিয়ায় জড়াতে চাই না নিজেকে, তাতে পরিস্থিতি শুধু জটিলই হবে, দলকেই সিদ্ধান্ত নিতে হবে।
যদিও দলের সিনিয়র নেতাদের কেউ কেউ বলছেন, একমাত্র গাঁধী পরিবারের সদস্যরাই দলকে এক করে ধরে রাখতে পারেন। যদিও রাহুল তা মানতে চান না। তাঁর মা সনিয়া গাঁধী বা বোন প্রিয়ঙ্কা গাঁধীকেও সেই দায়িত্ব দেওয়ার পক্ষপাতী নন তিনি।
রাফাল ডিলে ‘চুরি’ হয়েছে, এদিন এই অভিযোগেও অটল থাকেন রাহুল। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণে রাফালের উল্লেখের প্রতিক্রিয়ায় রাহুলের দাবি, রাফাল ডিলে দুর্নীতি হয়েছে, এই অবস্থানেই অনড় রয়েছি। রাহুল এ নিয়ে আগেই তদন্ত দাবি করেছেন। কংগ্রেসও যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে সিভিসি-কে পিটিশন দিয়েছে। যদিও ডিলে কোনও চুরি, দুর্নীতি, নিয়মভঙ্গ, পক্ষপাতিত্ব হয়নি বলে দাবি মোদি সরকারের।
পরবর্তী কংগ্রেস সভাপতি বাছাই প্রক্রিয়ায় তিনি নেই, জানালেন রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jun 2019 02:39 PM (IST)
সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কংগ্রেস সাকুল্যে মাত্র ৫২টি আসন পেয়েছে। এর ১০০ শতাংশ দায় মাথায় নিয়ে গত ২৬ মে দলীয় সভাপতি পদে ইস্তফা দেন রাহুল, ওয়ার্কিং কমিটিকে তাঁর কঠোর মনোভাবও জানিয়ে দেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -