অমেঠি: এক সময় তিনি এখান থেকেই সাংসদ হয়েছিলেন। তবে গত লোকসভা নির্বাচনে এখানে প্রার্থী হিসাবে দাঁড়িয়ে তিনি পরাজিত হন। তবু অমেঠিকে দূরে সরিয়ে রাখেননি রাহুল গাঁধী। অমেঠির মানুষের জন্য এবার তিনি ছটি ট্রাকে করে খাদ্যশস্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠালেন।


শুক্রবার কংগ্রেসের জেলা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, এলাকার প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল লকডাউনের জেরে সমস্যায় পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দলের জেলা সভাপতি অনিল সিংহ জানান, পাঁচটি ট্রাকে করে চাল ও গম এবং একটি ট্রাকে ডাল, তেল, মশলা এবং অন্যান্য সামগ্রী পাঠিয়েছেন রাজীব-পুত্র। রাহুল জানিয়েছেন, অমেঠির মানুষের সমস্যা যাতে কিছুটা হলেও লাঘব হয়, সে দিকে তাকিয়েই তিনি এই উদ্যোগ নিয়েছেন। এর আগেও রাহুলের উদ্যোগে অমেঠিতে খাদ্যশস্য বিতরণ করে জেলা কংগ্রেস।

একই সঙ্গে করোনা মোকাবিলায় বিশেষ দল গড়েছে কংগ্রেস। দেশের অন্যান্য রাজ্যে বসবাসকারী অমেঠির মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে “কংগ্রেস ফাইটস করোনা” গোষ্ঠী। ইতিমধ্যে মধ্যপ্রদেশে ৯১ জন, গুজরাতে ২১২ জন, মহারাষ্ট্রে ৩০৮ জন, পশ্চিমবঙ্গে ৫২ জন এবং পঞ্জাব ও হরিয়ানায় আটকে পড়া ৩০৮ জনকে ওই গোষ্ঠী সহায়তা করেছে।