দেহরাদুন: মোদী সরকারকে অর্থনীতির প্রশ্নে লাগাতার আক্রমণ করে চলেছেন রাহুল গাঁধী। পাল্টা তাঁকে বিঁধলেন খোদ অমিত শাহ। নাম না করে নিশানা করলেন নেহরু-গাঁধী পরিবারকে। বুধবার দলীয় কর্মীদের সভায় বিজেপি সভাপতি বলেন, মোদী সরকারের ক্ষমতায় তিন বছর অতিক্রান্ত হওয়ায় বিজেপি তার পারফরম্যান্সের খতিয়ান দিচ্ছে। এবার রাহুলও তাঁর তিন প্রজন্মের কাজের হিসাব দিন, তারা কী করে গিয়েছে, বলুন। সরাসরি না বললেও তিনি জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাহুল গাঁধীর নেতৃ্ত্বাধীন কেন্দ্রের সরকারকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। আলাদা সাংবাদিক বৈঠক করেও মোদী সরকারের প্রশংসা করে 'ওরা দেশে পারফরম্যান্সের রাজনীতি শুরু করেছে' বলে মন্তব্য করেন, সেজন্য তাদের পূর্ণ কৃতিত্বও দেন বিজেপি সভাপতি। বলেন, ২০১৪-য় যখন আমরা ক্ষমতায় আসি, তখনকার সঙ্গে এখনকার তুলনা করলেই বিরাট ফারাক চোখে পড়বে। ইউপিএ সরকার ১২ লক্ষ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত, 'নীতি পঙ্গুত্বে' ভুগত বলে মন্তব্য করেন অমিত, পাশাপাশি বিজেপি সরকারকে 'স্বচ্ছ', 'পারফরম্যান্স-মুখী' আখ্যা দেন। বলেন, একইসঙ্গে ওরা স্পষ্ট সিদ্ধান্তও নয়। বিজেপি সভাপতির ব্যাখ্যা, সারা দেশে আজ একটা বড় বদল চোখে পড়ছে। এর কৃতিত্ব প্রাপ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যাঁর নেতৃত্বে নোট বাতিল, বেনামি সম্পত্তির বিরুদ্ধে অভিযান, জিএসটির আওতায় একর কর জমানার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালো টাকার সমান্তরাল অর্থনীতির অবসান হয়েছে এতে। তিনি বলেন, অর্থনৈতিক সংস্কার ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের মতো কৌশলগত সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক মহলে দৃঢ় মানসিকতার দেশ হিসাবে ভারতের ভাবমূর্তি তৈরি হয়েছে। আজ আমরা ভারতকে একটা ব্র্যান্ড তৈরি করতে পেরেছি, বিশ্বের সব দেশ আমাদের সঙ্গে ভাল সম্পর্ক চায়।