রায় বরেলি: কংগ্রেস সভাপতি হিসেবে প্রথমবার অমেঠি ও রায় বরেলি সফরে গিয়ে বিজেপিকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। তাঁর অভিযোগ, মানুষকে করা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং ক্রমাগত ‘মিথ্যে’ বলে গিয়েছে শাসক দল।

সোমবার, রায় বরেলি জেলায় অমেঠি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালোনে একটি জনসভায় বক্তব্য রাখেন রাহুল। সেখানে কংগ্রেস সভাপতি বলেন, বিজেপি ক্রমাগত মিথ্যে বলে চলেছে। একটার পর একটা মিথ্যে বলছে। তা সে আমজনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা পড়া হোক, বা কৃষকদের সঠিক মূল্য দেওয়া অথবা সড়ক নির্মাণ করা।

https://twitter.com/INCIndia/status/952846200054562816

রাহুল অভিযোগ করেন, দেশে লক্ষ লক্ষ যুবক কর্মহীন রয়েছেন, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে একবারও সেই নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। জনসমক্ষে বিজেপির এসব ‘মিথ্যে’ তুলে ধরার জন্য কংগ্রেস কর্মীদের নির্দেশ দেন তিনি। রাহুল বলেন, বিজেপির এই মিথ্যে মানুষের সামনে তুলে ধরা আপনাদের দায়িত্ব।

একইসঙ্গে, কংগ্রেস আমলে অমেঠিতে হওয়া সড়ক, রেল, ফুড পার্ক, আইআইআইটি এবং পেট্রো ইনস্টিটিউট জাতীয় বিভিন্ন প্রকল্পের কাজ স্থানীয়দের সামনে তুলে ধরার নির্দেশ কর্মীদের দেন তিনি। এপ্রসঙ্গে, তিনি কংগ্রেস আমল ও মোদী আমলে ঘটা কাজের তুলনাও টেনে আনেন।