নয়াদিল্লি: দলিতদের 'দুরবস্থা'র জন্য রাহুল গাঁধীর নিশানায় আরএসএস, বিজেপি। মোদী সরকারের বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষায় রাস্তায় আন্দোলনে নামা দলিত 'ভাই বোনেদের' স্যালুট জানিয়ে কংগ্রেস সভাপতি বলেছেন, দলিতদের ভারতীয় সমাজের একেবারে নীচু তলায় ফেলে রেখে দিয়েছে বিজেপি, আরএসএস। এটা ওদের ডিএনএ-তে রয়েছে।যে-ই ওদের এই ভাবনাকে চ্যালেঞ্জ করে, হিংসা দিয়ে তাকে দমন করা হয়।




সুপ্রিম কোর্ট গত ২০ মার্চ তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত গ্রেফতারির বিধি শিথিল করে যে নির্দেশ দিয়েছে, তার বিরুদ্ধে আজ উত্তর ভারতের নানা রাজ্যে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে দলিত গোষ্ঠীগুলি, ভারত বনধেরও ডাক দেওয়া হয়েছে।
তার মধ্যেই আন্দোলনের সমর্থনে রাহুলের ট্যুইট, আমাদের দলিত ভাই, বোনেরা মোদী সরকারের কাছে নিজেদের অধিকারের সুরক্ষার দাবিতে পথে নেমেছেন। ওঁদের কুর্নিশ করি। মোদী সরকার 'দলিত-বিরোধী' বলেও অভিযোগ করেন তিনি।
শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে অভিযুক্ত সরকারি কর্মীদের আগাম অনুমতি না নিয়ে গ্রেফতার করা যাবে না, অ-সরকারি অভিযুক্তকে গ্রেফতার করা যাবে তদন্তের পরই। এর বিরুদ্ধে নানা মহলের চাপে আজই রিভিউ পিটিশন দেওয়ার কথা কেন্দ্রের।



পাল্টা রাহুলের দলিত ইস্যুতে বিজেপির সমালোচনার কোনও নৈতিক অধিকার নেই বলে জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জোটসঙ্গী রামবিলাস পাসোয়ান দাবি করেন, ওনার দল কংগ্রেস তফসিলিদের বা তাদের শ্রদ্ধেয় নেতা বি আর অম্বেডকরের জন্য কিছুই করেনি, কিন্তু অনেক কিছুই করেছে কেন্দ্রের বর্তমান এনডিএ সরকার। পাসোয়ান নিজেও দলিত নেতা। আজ গেরুয়া পার্টির পক্ষে তিনি সওয়াল করে কেন্দ্রের সরকারের প্রশংসা করেন সুপ্রিম কোর্টের শোরগোল তোলা রায়ের দু সপ্তাহের মধ্যে রিভিউ পিটিশন পেশ করায়। বিরোধী দলগুলি সু্প্রিম কোর্টের নির্দেশের প্রশ্নে বিজেপিকে কাঠগড়ায় তুললেও লোক জনশক্তি পার্টি (এলজেপি) প্রধান কংগ্রেস সভাপতিকে নিশানা করে বলেন, দলিতদের জন্য কংগ্রেস তার দীর্ঘ শাসনে কিছুই করেনি, এমনকী সংসদের সেন্ট্রাল হলে অম্বেডকরের ছবি পর্যন্ত রাখতে দেয়নি। ১৯৮৯ সালে ভি পি সিংহ প্রধানমন্ত্রী হওয়ার পর ছবি বসে। কংগ্রেস কয়েকজন অভিনেতা সহ অনেককে ভারতরত্ন দিয়েও অম্বেডকরকে তার যোগ্য বলেই মনে করেনি বলে মন্তব্য করেন পাসোয়ান। বলেন, রাহুল গাঁধী আগে জবাব দিন, কেন তাঁর দল অম্বেডকরের প্রতি এমন আচরণ করেছে। কংগ্রেস তাঁকে অপমান করেছে, অন্যদেরও প্ররোচিত করেছে তাঁর অপমানে।