নয়াদিল্লি: মোদী সরকারকে আক্রমণ করার জন্য পাল্টা কেন্দ্রের নিশানায় রাহুল গাঁধী।
সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু রাহুলকে ‘শয়তানের’ সঙ্গে তুলনা টানেন। বলেন, রাহুল গণতন্ত্র ও মৌলিক অধিকার নিয়ে কথা বললে মনে হয় কোনও শয়তান ধর্মগ্রন্থ আওড়াচ্ছে।
কংগ্রেস সহ সভাপতিকে আক্রমণ করে নাইডু বলেন, রাহুল যা বলছেন, তা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য। ওরাই দেশকে মনে করাচ্ছে, ক্ষমতায় থাকার সময় ওরা কী করেছিল।
তিনি যোগ করেন, রাহুলের হয়ত মনে নেই। কিন্তু, ১৯৭৫ সালে ওরাই দেশবাসীকে জরুরি অবস্থা দেখিয়েছিল।
আরও পড়ুন:
এআইসিসি-র বৈঠকে নেই অসুস্থ সনিয়া, অন্ধকার সময় চলছে, তোপ রাহুলের
এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন রাহুল। তিনি বলেন, মোদীর শাসনকালে গণতন্ত্র অন্ধকার অধ্যায়ের মধ্যে দিয়ে চলছে।
এপ্রসঙ্গে বলতে গিয়ে নাইডু বলেন, এর থেকেই দলের চূড়ান্ত হতাশা প্রকট হয়ে পড়ছে। কংগ্রেস বুঝে গিয়েছে, অস্বাভাবিক জোট করেও উত্তরপ্রদেশে ওরা কিছুই করতে পারবে না।
এদিন কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে রাহুল আরও বলেন, সরকার এতটাই ক্ষমতার লোভী হয়ে উঠেছে যে, কেউ তাদের বিরোধিতা করলেই তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে।
এর জবাবে, নাইডু বলেন, সকলেই জানেন, এদেশে কে বা কোন পরিবার সবচেয়ে বেশি ক্ষমতালোভী। কাদের আমলে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল।