নয়াদিল্লি: দেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, ধর্ষণ ও মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে ভারত সবচেয়ে এগিয়ে। এই রিপোর্ট লজ্জার বলে মন্তব্য করেছেন রাহুল। ভারত মহিলাদের জন্যে কতটা নিরাপদ? কী বলছে সমীক্ষা, শুনলে চমকে যাবেন ট্যুইটারে এই প্রসঙ্গে মোদীর যোগ চর্চাকে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি। সেইসঙ্গে ওই সমীক্ষা রিপোর্ট সংক্রান্ত খবরের লিঙ্কও শেয়ার করেছেন তিনি। ওই রিপোর্টে বলা হয়েছে, মহিলাদের পক্ষে 'সবচেয়ে বিপজ্জনক' দেশ ভারত। রাহুলের ট্যুইট, 'প্রধানমন্ত্রী বাগানে যোগচর্চার ভিডিও তুলছেন। অন্যদিকে, ধর্ষণ এবং মহিলাদের প্রতি হিংসার ঘটনায় আফগানিস্তান, সিরিয়া, সৌদি আরবকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। এই লজ্জা দেশের'।