নয়াদিল্লি: পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত ধনকুবের নীরব মোদীর দেশ ছেড়ে পালানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি ট্যুইট করে জালিয়াদের দেশ ছেড়ে পালানো নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন। পাশাপাশি কংগ্রেস আশঙ্কা প্রকাশ করেছে, পিএনবি কেলেঙ্কারি ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।



রাহুল গতকাল অভিযোগ করেন, লিকার ব্যারন বিজয় মাল্যর মতোই নীরবও প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে ১২,০০০ কোটি টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তিনি যখন দেশ ছেড়ে পালান, সেই সময় এনডিএ সরকার অন্যদিকে মুখ ফিরিয়ে ছিল। আজ এই জালিয়াতি নিয়ে ফের রাহুলের নিশানায় প্রধানমন্ত্রী।



১১,৪০০ কোটি টাকার পিএনবি জালিয়াতি নিয়ে রাহুলের মতোই তাঁর দলও কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব। কংগ্রেসের অভিযোগ, ২০১৬ সালের জুলাইয়ে খবর পেলেও, স্বাধীন ভারতে বৃহত্তম ব্যাঙ্ক জালিয়াতি রোখার জন্য সরকার কিছুই করেনি। সরকারি সূত্র থেকে আগাম ধরপাকড়ের খবর পেয়েই নীরব দেশ ছেড়ে পালিয়েছেন কি না, সেই প্রশ্নও তুলেছে কংগ্রেস।