নয়াদিল্লি: কাঠুয়া ও উন্নাও গণধর্ষণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর দাবি, এ বিষয়ে প্রধানমন্ত্রীর চুপ করে থাকা মেনে নেওয়া যায় না। সারা দেশ প্রধানমন্ত্রীর মতামত জানার অপেক্ষায়।



মধ্যরাতে দিল্লির ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিলের মাধ্যমে কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার প্রতিবাদ জানান রাহুল। তিনি মন্তব্য করেন, এবার প্রধানমন্ত্রীকে ‘বেটি বাঁচাও’ স্লোগান বাস্তবায়িত করে দেখাতে হবে। এরপর ট্যুইট করেও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘মহিলা ও শিশুদের উপর অত্যাচার বাড়া নিয়ে আপনার মতামত কী? রাজ্য কেন খুন ও ধর্ষণে অভিযুক্তদের সুরক্ষা দিচ্ছে?’



মধ্যরাতে মোমবাতি মিছিলে রাহুলের সঙ্গে ছিলেন বোন প্রিয়ঙ্কা বঢরা ও তাঁর স্বামী রবার্ট বঢরা। এছাড়া বেশ কয়েকজন কংগ্রেস নেতা, বহু কংগ্রেস কর্মী এবং অসংখ্য সাধারণ মানুষ এই মিছিলে যোগ দেন। তাঁদের হাতে মোমবাতির পাশাপাশি কেন্দ্র, উত্তরপ্রদেশ ও জম্মু ও কাশ্মীর সরকারের বিরুদ্ধে প্ল্যাকার্ড ছিল। উন্নাও ও কাঠুয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মিছিলে যোগদানকারী ব্যক্তিরা। তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন রাহুল।