চেন্নাই: অসুস্থ জয়ললিতার শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপেলো হাসপাতালে রাহুল গাঁধী। জ্বর, ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে গত ২২ সেপ্টেম্বর সেখানে ভর্তি হওয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে দেখতে চেন্নাই বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে চলে যান তিনি। ‘আম্মা’র চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তারদের সঙ্গে কথা বলে তাঁর শরীর-স্বাস্থ্য, চিকিত্সার ব্যাপারে খোঁজ নেন বিশদে। পরে সংক্ষিপ্ত মন্তব্যে রাহুল বলেন, মুখ্যমন্ত্রীকে আমার ও কংগ্রেস সভানেত্রীর তরফে ভরসা দিতে এসেছিলাম। উনি ভাল হয়ে উঠছেন। পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ওনার দ্রুত আরোগ্য কামনা করছি।

কংগ্রেস সহ সভাপতির সঙ্গী হন তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস সভাপতি সু তিরুনাভুক্কাসার। কিছুক্ষণের জন্য হাসপাতালে ছিলেন রাহুল। বেলা একটায় দিল্লির বিমান ধরেন।

গতকালই হাসপাতালের তরফে জানানো হয়, এআইএডিএমকে সভানেত্রীকে শ্বাসপ্রশ্বাসের কষ্ট দূর করতে চিকিত্সা দেওয়া হচ্ছে। বুকে জমে থাকা কফ বের করতে ওষুধ, অ্যান্টিবায়োটিক্সের পাশাপাশি সহায়ক চিকিত্সাও চলছে।