নয়াদিল্লি: কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি দেখতে গুজরাত সফরে গেলে রাহুল গাঁধীর গাড়িতে পাথর ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস, বিরোধীদের শোরগোলের মধ্যেই রাজ্য সরকার ও বিজেপি পাল্টা দাবি করেছিল, কংগ্রেস সহ সভাপতিই সেদিন বুলেট প্রুফ গাড়ি নেননি, তাঁকে দিতে চাওয়া হয়েছিল।
সেই সুরেই মঙ্গলবার লোকসভায় রাজনাথ সিংহ জানালেন, রাহুল এপর্যন্ত ৬ বার ৭২ দিনের জন্য দেশের বাইরে ছিলেন, কোনওবারই তিনি এসপিজি সুরক্ষা নেননি। তিনি নিজেই নিজেকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছিলেন।
গুজরাতে সেদিন রাহুলের পাথরের ঘায়ে মৃত্যু পর্যন্ত হতে পারত বলে জানান কংগ্রেস সদস্যরা। লোকসভার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে ও বাকিদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ, এই সভাও জানতে চায় দেশের বাইরে গেলে এসপিজি নিরাপত্তা না নিয়ে কী আড়াল করতে চান রাহুল।
এসপিজি সুরক্ষা না নিয়ে কেন ৬ বার বিদেশ সফরে গিয়েছেন রাহুল? সংসদে কংগ্রেসের পাল্টা রাজনাথ
Web Desk, ABP Ananda
Updated at:
08 Aug 2017 12:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -