‘লোফারে’র মতো চোখ মেরেছেন রাহুল, তোপ গোয়ার বিজেপি নেতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jul 2018 02:25 PM (IST)
পানাজি: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে ‘লোফার’ বলে বসলেন গোয়া বিজেপির মুখপাত্র দত্তপ্রসাদ নায়েক। তিনি বলেছেন, ভারতের মানুষের সঙ্গে যুক্ত বিষয়গুলি সম্পর্কে ধারণা নেই রাহুল গাঁধীর। তিনি গণতন্ত্রের পীঠস্থানে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন এবং তারপরই লোফারের মতো চোখ মারেন। উল্লেখ্য, সংসদের চলতি বাদল অধিবেশনে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিতর্কে বক্তব্যের শেষে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছিলেন। এরপরই ফিরে এসে নিজের আসনে বসে তাঁর চোখ মটকানোর ছবি ক্যামেরায় ধরা পড়ে। এই ঘটনা নিয়েই রাহুলকে তোপ দেগেছেন গোয়া বিজেপির মুখপাত্র। তিনি বলেছেন, ‘শুনেছিলাম কলেজের মেয়েদের দিকে লক্ষ্য করে লোফাররাই চোখ মারে। গণতন্ত্রের পীঠস্থানে এ ধরনের লজ্জার ঘটনা ঘটেনি। এটা খুবই লজ্জার যে কংগ্রেস দলটাই গাঁধী পরিবারের কাঠপুতুল হয়ে উঠেছে’। গতকালই গোয়া কংগ্রেস সভাপতি গিরিশ ছোড়নকর মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরকে শরিক দলগুলির ‘কাঠপুতুল’ বলে তোপ দেগেছিলেন। এর জেরেই রাহুলকে বিজেপি মুখপাত্র কড়া ভাষায় আক্রমণ করলেন বলে মনে করা হচ্ছে।