নয়াদিল্লি: অসুস্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি কিডনি-জনিত সমস্যায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

কয়েকদিন ধরেই অসুস্থ জেটলি। তিনি সোমবার থেকেই দফতরে যেতে পারছেন না। এমনকী, রাজ্যসভায় ফের নির্বাচিত হওয়ার পর শপথও নিতে যেতে পারেননি তিনি। চিকিৎসকরা তাঁকে আপাতত বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। সূত্রের খবর, অর্থমন্ত্রীর অস্ত্রোপচার করতে হতে পারে। ট্যুইট করে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন জেটলি।