নয়াদিল্লি: রাফাল ইস্যুতে সুপ্রিম কোর্টের মুখে ‘চৌকিদার চোর হ্যায়’ শব্দবন্ধ বসিয়ে বিতর্কে জড়িয়ে অবশেষে নিঃশর্তে ক্ষমা চাইলেন রাহুল গাঁধী। বিজেপি এর প্রতিক্রিয়ায় এতে বিরোধী দলের ‘রাজনৈতিক দেউলিয়াপনা’ই স্পষ্ট হয়েছে বলে অভিমত জানাল। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভরেকর বলেছেন, সুপ্রিম কোর্টের মুখে মিথ্যা কথা বসানোয় ক্ষমা চাইতে হল রাহুল গাঁধীকে। কংগ্রেসের স্বভাব মিথ্যা বলা। এটা রাজনৈতিক অন্তসারশূন্যতা। মরিয়া মনোভাব।
কংগ্রেসকে নিশানা করে ৫০টা গালাগালের তালিকা দিয়ে তিনি দাবি করেন, কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সেগুলি ব্যবহার করে। তিনি বলেন, ইস্যু ফুরিয়ে গিয়েছে বলে কংগ্রেস আমাদের দিকে ৫২টি খারাপ শব্দ ছুঁড়েছে। কংগ্রেস মানেই লুঠ, মিথ্যাচার। তবে ওরা আমাদের যত বেশি গালাগাল দেবে, তত বেশি আসব পাব আমরা।
মানুষের আস্থা জেতার কোনও সম্ভাবনা নেই দেখে কংগ্রেস মরিয়া হয়ে উঠেছে বলেও অভিমত জানান জাভরেকর। বলেন, কংগ্রেস সমেত বিভিন্ন দলের চরম খারাপ আচরণ বুঝতে পারি না। উঠতে বসতে তারা প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছে, তাঁর বদনাম করছে। চরম হতাশা, ঘৃণা থেকে তারা এমনটা করছে, কারণ তারা বুঝতে পারছে, মোদির সামনে মানুষের বিশ্বাস অর্জনের কোনও সুযোগই নেই। জাতপাত তুলে গালগাল দিচ্ছে ওরা। এটাই কংগ্রেসের সংস্কৃতি। এমন ঘটছে কেননা আমরা কেলেঙ্কারি নিয়ে হইচই করছি।