নয়াদিল্লি: গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের পরেই কংগ্রেস সভাপতি হবেন রাহুল গাঁধী। শুক্রবার এমনই ইঙ্গিত দিল কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষ করার জন্য এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। তার মধ্যেই রাহুলের সভাপতি হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কংগ্রেসের দাবি, রাহুল শুধু কংগ্রেসই নন, ইউপিএ ও দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য।


কংগ্রেস মুখপাত্র অজয় মাকেন বলেছেন, ‘দু’টি রাজ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এ বছরের শেষদিকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেব। নির্বাচন প্রক্রিয়াও নির্দিষ্ট সময়েই শেষ হবে।’

এর আগে শোনা গিয়েছিল, দীপাবলির পরেই কংগ্রেস সভাপতি হবেন রাহুল। পরে শোনা যায়, এ মাসের ৩১ তারিখের মধ্যেই সহ-সভাপতি থেকে কংগ্রেস সভাপতি হবেন রাহুল। কিন্তু শুক্রবার মাকেন জানালেন, এ বছরের মধ্যেই সাংগঠনিক নির্বাচন শেষ করে নির্বাচন কমিশনকে জানাতে হবে। তাই ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় আছে।