বেঙ্গালুরু: রাহুল গাঁধীর কর্নাটক সফরকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ের। তিনি বলেছেন, রাহুল গাঁধী যত কর্নাটক ঘুরবেন, ততই ভাল, কেননা রাজ্যের জনগণ ভাল বিনোদনের খোরাক পাবেন। পাশাপাশি কর্নাটক বিজেপি আরও শক্তি বাড়ানোর সুযোগ পাবে। উত্তর কর্নাটকের সিরসিতে তিনি কটাক্ষ করেন, কর্নাটকের লোক আরও বিনোদন চান।
গতকালই কংগ্রেস সভাপতির ভোটমুখী কর্নাটকে চারদিনের সফর শেষ হয়েছে। গুজরাতের ভোটপ্রচারে যেমন তিনি একের পর এক মন্দির চষে ফেলেছেন, সেভাবেই কর্নাটক সফরেও তিনি পরপর বেশ কয়েকটি মন্দির দর্শন করেন, যান মঠ, দরগায়ও। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় তিনি আবার রাজ্যে আসছেন। তাঁর মন্দির দর্শনকে বিদ্রূপ করে অনন্ত কুমার বলেন, কোটা হিন্দুত্ববাদীদের জন্ম হচ্ছে আজকাল। আমি সত্যিই আনন্দিত যে, যখন লোকে জাতীয়তাবাদ ভুলে যাচ্ছে, সে সময় হোক না কোটা জাতীয়তাবাদ, সিদ্দারামাইয়া, রাহুল গাঁধীর তো অন্তত এখন এটা মনে পড়ছে যে, ওঁরা হিন্দু। শুধু মুখে হিন্দুত্ব বা জাতীয়তাবাদের কথা বললেই হবে না, একমাত্র কাজে করে দেখালেই তাকে প্রকৃত সম্মান জানানো হয়।
অতীতে অনন্ত কুমার বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনও ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদকে একাসনে বসিয়েছেন, সম্প্রতি সংবিধান বদলে দেওয়ার হুঙ্কার দিয়েছেন। তীব্র সমালোচনার পর সংসদে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা চাইছি বললেও দাবি করেন, তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে।