অমেঠি: বিজেপি সমর্থকদের প্রবল বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই দুদিনের অমেঠি সফর শেষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

সফরের দ্বিতীয় তথা শেষ দিনে অমেঠি লোকসভা কেন্দ্রের অন্তর্গত গৌরীগঞ্জ এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এর জেরে সফরের নির্ধারিত রুট পরিবর্তন করতে হয় সাংসদকে।

খবরে প্রকাশ, এদিন মুসাফিরখানা থেকে গৌরীগঞ্জ যাওয়ার কথা ছিল কংগ্রেস সভাপতির। কিন্তু, ২ স্থানীয় বিজেপি নেতা আশীস শুক্ল ও শুধাংশু শুক্লর নেতৃত্বে বিজেপি সমর্থকরা রাহুলের সফরের প্রতিবাদে সংযোগকারী সড়কে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করে।

গাঁধীকে স্থানীয় ‘নিখোঁজ সাংসদ’ উল্লেখ করে বিজেপি অভিযোগ করে, ট্রাস্টের নামে কৃষকদের জমি দখল করেছেন তিনি। একইভাবে, এলাকার উন্নয়নে সাংসদ তহবিল ব্যবহার না করার অভিযোগও আনা হয় কংগ্রেস সভাপতির বিরুদ্ধে।

এই পরিস্থিতিতে, বাধ্য হয়ে রাহুলের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পুলিশ। ফলেঅন্য রাস্তা দিয়ে গৌরীগঞ্জে পৌঁছন তিনি।