নয়াদিল্লি: রেলযাত্রীদের জন্য সুখবর। এবার যাত্রার পরিকল্পনা আগাম করলে টিকিটের মূল্য আরও কমতে পারে। সম্প্রতি, এই মর্মে একটি প্রস্তাব পেশ করেছে রেলের ফেয়ার রিভিউ কমিটি। ওই প্রস্তাব রেল বোর্ড গৃহীত হলে, তা বাস্তব রূপ নিতে পারে।
রেল সূত্রে খবর, চলতি সপ্তাহে একগুচ্ছ প্রস্তাব রেল বোর্ডের সামনে পেশ করেছে ফেয়ার রিভিউ কমিটি। সেখানে ফাঁকা আসনের ভিত্তিতে শ্রেণিভুক্ত ছাড়ের সুপারিশ করা হয়েছে। বিমানের মতো, রেল কমিটির প্রস্তাব, টিকিট আগাম বুকিংয়ের সময় ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে ২০ থেকে ৫০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে।
আরেকটি প্রস্তাবে, চার্ট তৈরির পর টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়ার সুপারিশ করেছে কমিটি। সেখানে বলা হয়েছে, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের দুদিন থেকে দুঘণ্টা আগে পর্যন্ত বিভিন্ন দফায় এই ছাড় দেওয়া হবে।
এছাড়া, কমিটির সুপারিশ, বিমানে যেমন সামনের সারির আসনের জন্য বেশি ভাড়া ধার্য করা হয়, ঠিক তেমনভাবেই লোয়ার বারথের জন্যও বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের। তবে, প্রবীণ নাগরিক, শারীরিক প্রতিবন্ধী এবং অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ ধার্য করা হবে না।
আবার, যে ট্রেনগুলি গন্তব্য দিনের ‘ব্যস্ত’ সময়ে পৌঁছয়, সেগুলির ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছে কমিটি। অর্থাৎ, রাত ১২টা থেকে ভোর ৪টে এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা—এই সময়ে যে ট্রেনগুলি গন্তব্যে পৌঁছয় সেগুলির ভাড়া কম হবে।
কমিটি জানিয়েছে, সারা বছর এক ভাড়া না রেখে, উৎসবের মরশুমে ভাড়া বৃদ্ধি করা হতে পারে। আবার, তা অফ-সিজনে ভাড়া কমিয়েও দেওয়া যেতে পারে।
ফেয়ার রিভিউ কমিটির সুপারিশগুলি রেল বোর্ড মেনে নিলে এই প্রস্তাবগুলি কার্যকর করা হবে।