নয়াদিল্লি: দূরপাল্লার ট্রেনে ‘ফগ সেফটি ডিভাইস’ লাগাতে চলেছে রেল। কুয়াশার কারণে কিছু দেখতে না পেলেও, জিপিএস চালিত এই যন্ত্রের মাধ্যমে সিগন্যাল কী রঙের, তা বুঝতে পারবেন চালক। জানতে পারবেন লাইনের কী অবস্থা। আপাতত, উত্তর ভারতমুখী এবং উত্তর ভারত থেকে ছাড়ে, এ রকম প্রায় ২ হাজার দূরপাল্লার ট্রেনে ‘ফগ সেফটি ডিভাইস’ লাগানো হবে। পাশাপাশি, বাড়তি সতকর্তা হিসেবে, প্রতি রাতে লাইন পরীক্ষার কাজ হবে। সিগন্যালিং সিস্টেমকে আংশিক স্বয়ংক্রিয় করে রাখা হবে।
ট্রেন ও স্টেশনে মোতায়েন রেলকর্মীরা যাতে নিজেদের মধ্যে সমন্বয় রাখতে পারেন, সে জন্য তাঁদের পর্যাপ্ত সংখ্যায় ওয়াকিটকিও দেওয়া হবে। সিদ্ধান্ত রেল বোর্ডের। গত কয়েক বছর ধরে উত্তরভারতে অতিরিক্ত কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা। সেই পরিস্থিতির মোকাবিলায় এই সিদ্ধান্ত রেল বোর্ডের।
দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার ট্রেনে ‘ফগ সেফটি ডিভাইস’ লাগাতে চলেছে রেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Nov 2017 08:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -