নয়াদিল্লি: সামনেই শ্রাবণ মাস, নিরিমিষ্যি খেতে হবে। তার আগে মনের সুখে আশ মিটিয়ে মুরগিটা খেয়ে নিতে চাই স্যার। এক সপ্তাহের ছুটি কি দেবেন না? রেল কর্তৃপক্ষকে এমনই পাষাণগলানো চিঠি লিখেছেন এক কর্মী। তবে ছুটি মঞ্জুর হয়েছে কিনা জানা যায়নি।
জুলাই থেকে অগাস্ট পর্যন্ত চলবে শ্রাবণ মাস। অনেক হিন্দু এ সময়টা আমিষ খান না। ওই কর্মীর বক্তব্য, এক মাস নিরামিষ খেতে খেতে তিনি দুর্বল হয়ে পড়বেন, কাজে কর্মে জোর পাবেন না। তাই হাতজোড় করে তাঁর মিনতি, ২০ থেকে ২৭ তারিখ ছুটিটা দিন স্যার। পেটে চিকেন স্টক করে নিই।
আর তিনি চিকেন খেলে অফিসের লাভ? তারও উল্লেখ আছে চিঠিতে। প্রাণভরে চিকেন খেলে তিনি গায়ে এত জোর পাবেন, যে দিনে ২৪ ঘণ্টাই কাজ করতে পারবেন! বলুন তো, এমন লোভনীয় অফারের পরেও বসের মন গলবে না?
চিকেন খাব স্যার, ১ সপ্তাহ ছুটি চাই; রেল কর্মীর ছুটির দরখাস্ত কর্তৃপক্ষকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2017 02:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -