নয়াদিল্লি:  ভারতীয় রেলের প্রায় ১৩ হাজার কর্মী সঠিক কোনও কারণ না জানিয়ে দীর্ঘদিন ধরে ছুটি নিয়ে বসে রয়েছে। এবার সেই সমস্ত কর্মীদের চাকরি থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল রেল, খবর সূত্রের। সম্প্রতি, ভারতীয় রেল একটি ক্যাম্পেন শুরু করে। যেখানে ভারতীয় রেলের পারফর্ম্যান্সে উন্নতি করার জন্যে কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষভাবে তৎপর হয়েছে সংশ্লিষ্ট দফতর। রেলের যেসমস্ত কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করে, তাদের উদ্বুদ্ধ করার জন্যে যারা দীর্ঘদিন ধরে ছুটিতে রয়েছে, তাদের কাজ থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমীক্ষা করে দেখা গিয়েছে, মোট ১৩ লক্ষ কর্মীর মধ্যে, ১৩ হাজার কর্মী দীর্ঘদিন ধরে বিনা নোটিসে ছুটিতে রয়েছে। তারপর এই কড়া পদক্ষেপ নেওয়ার ভাবনা রেলের। সেই জন্যে প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। শুক্রবার এক বিবৃতি দিয়ে একথা জানিয়েও দেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে।