মুম্বই: পেটে যন্ত্রণা ও অস্বস্তির জন্য হাসপাতালে ভর্তি রেলমন্ত্রী পীযূষ গয়াল। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।


খবরে প্রকাশ, গতকাল সন্ধ্যেবেলা মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে পশ্চিম ও মধ্যে রেলের কর্তাদের সঙ্গে একটি বৈঠক করছিলেন রেলমন্ত্রী। সেই সময় তাঁর যন্ত্রণা অনুভূত হয়। একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল পীযূষের।


কিন্তু, শারীরিক অস্বস্তি বেড়ে যাওয়ায় সেই অনুষ্ঠান বাতিল করে তড়িঘড়ি তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পীযূষেক কিডনিতে ছোট স্টোন রয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। এখনই অস্ত্রোপচার করা হচ্ছে না রেলমন্ত্রীর। তবে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।