নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরের চারদিন পরই ফের অউরিয়ায় রেল দুর্ঘটনা। এভাবে পর পর রেল দুর্ঘটনায় জেরে ইস্তফা দিতে চাইলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ট্যুইটারে প্রভু লিখেছেন, তিনি এই দুর্ঘটনাগুলির জন্য নৈতিক দায়িত্ব নিচ্ছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অপেক্ষা করতে বলেছেন।
প্রভু বলেছেন, গত তিন বছরে রেলের উন্নতির জন্য তিনি সর্বশক্তি নিযুক্ত করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দশকের পর দশক ধরে চলে আসা গাফিলতি দূর করার জন্য সর্বস্তরে পদ্ধতিগত সংস্কারের চেষ্টা চালাচ্ছেন তিনি। এর ফলে নজিরবিহীন লগ্নি এসেছে।


প্রভু আরও বলেছেন, প্রধানমন্ত্রী যে নতুন ভারতের কথা বলছেন তাতে রেলকে দক্ষ ও আধুনিক করে তোলার প্রয়োজন।
রেলমন্ত্রী বলেছেন, এরইমধ্যে এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা নিয়ে তিনি খুবই ব্যথিত। এতগুলি মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় তিনি কষ্ট পাচ্ছেন।