নয়াদিল্লি: জনসেবায় নিযুক্ত রেলকর্মীদের সততা ও নৈতিকতার পাঠ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এক আধিকারিক জানিয়েছেন, এ মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে এই পাঠ। প্রথম ক্লাস হবে এ মাসের ২৭ তারিখ। রেল মিউজিয়ামে এই ক্লাসে হাজির থাকবেন ১৭টি জোনের ১৫০ জন অফিসার ও সুপারভাইজার। এই ক্লাসে প্রধান বক্তা হিসেবে থাকবেন রেলবোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। রেলের সব জোনে এই ক্লাস সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে রেলবোর্ডের চেয়ারম্যান বলেছেন, ‘আধিকারিকদের ব্যবহারে বদল আনার জন্যই নৈতিকতা ও সততার পাঠ দেওয়া হবে। আমরা সব কর্মীকেই এই পাঠ দিতে চাই।’

রেলের অন্য এক আধিকারিক জানিয়েছেন, প্রথমে নয়াদিল্লিতে এই ক্লাস হলেও, পরবর্তীকালে সব জোনেই ক্লাসের পরিকল্পনা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব সূচি তৈরির চেষ্টা চলছে। সরকারি কাজের সময় কর্মী ও আধিকারিকরা যাতে ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে পারেন এবং তাঁদের মনে কোনওরকম দ্বিধা না থাকে, সেটা নিশ্চিত করার জন্যই এই ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। লোহানি ছাড়াও প্রথম ক্লাসে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন ক্যাবিনেট সচিব প্রভাত কুমার, প্রাক্তন শিক্ষা সচিব অনিল স্বরূপ ও রেলবোর্ডের প্রাক্তন সদস্য (ট্র্যাফিক) শান্তি নারায়ণকে।