এবার থেকে ট্রেনের খাবার না নিলে কমবে টিকিটের দাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2016 07:03 AM (IST)
মুম্বই: ভারতীয় রেল সম্প্রতি একটি নয়া প্রকল্প চালু করেছে পশ্চিম রেলওয়ের দুটি ট্রেনে। এই প্রকল্পের আওতায় ট্রেনের যাত্রীরা যদি রেলের খাবার না খান, তাহলে তাঁদের থেকে টিকিটের কম দাম নেওয়া হবে। আজ থেকে শুরু হওয়া এই পাইলট প্রজেক্ট, আগামী ৪৫ দিন পর্যন্ত চলবে। এই সুযোগ আপাতত পাওয়া যাবে মুম্বই সেন্ট্রাল নিজামউদ্দীন অগাস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস এবং পুণে সেকেন্দ্রাবাদ শতাব্দী এক্সপ্রেসে। এবার থেকে এই ট্রেনের খাবার খাওয়া নির্ভর করবে যাত্রীদের ইচ্ছার ওপর। এই প্রকল্পের বিষয় গত ৮ জুন ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ট্রায়াল পর্বে এই ট্রেনের যাত্রীদের টিকিটের দামের মধ্যে ধরা থাকবে ক্যাটারিং পরিষেবার খরচ। আর এই ট্রেনের যাত্রীরা যদি এই পরিষেবার সুযোগ না নিতে চান, তাহলে টিকিট কাটার সময় কেটে দিতে হবে এই অপশনটি। সঙ্গে সঙ্গে কমে যাবে টিকিটের দাম। রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, টিকিট কাউন্টার, আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে কাটা ই-টিকিট, প্রসঙ্গত সবধরনের টিকিটেই মিলবে এই সুবিধা।