নয়াদিল্লি: ২০১৪-র লোকসভা নির্বাচনের প্রচারে প্রায়ই নরেন্দ্র মোদীকে বলতে শোনা যেত যে, ছোটবেলায় তিনি বাবার সঙ্গে চা বিক্রি করতেন ভাদনগর রেল স্টেশনে। ভাদনগর টাউনে জন্মও তাঁর। এবার প্রায় ৮ কোটি টাকা ঢেলে মেহসানা জেলার সেই ভাদনগর স্টেশনকে নতুন চেহারা দেওয়া হবে। রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী মনোজ সিনহা ওই স্টেশনের চাকচিক্য, উন্নয়নে ৮ কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা জানিয়েছেন। রেলের ইনল্যান্ড কন্টেনার ডিপোর আনুষ্ঠানিক সূচনা করতে সচনা গ্রামে এসেছিলেন তিনি।
এ ব্যাপারে রেলের আমদাবাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীনেশ কুমার জানিয়েছেন, ভাদনগর, মোধেরা, পাটানকে পর্যটনের আকর্ষণীয় কেন্দ্রস্থলে পরিণত করতে ১০০ কোটি টাকার প্রজেক্টের অংশ হিসাবে ভাদনগর স্টেশনকে ঢেলে সাজা হবে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় পর্যটনমন্ত্রক এজন্য আট কোটি টাকা রাজ্য পর্যটন দপ্তরকে দিয়েছে।
রেলমন্ত্রক ইতিমধ্যে ভাদনগর-মেহসানা রুটে মিটার গেজ লাইনকে ব্রড গেজে বদলে ফেলার প্রজেক্ট হাতে নিয়েছে বলে জানান তিনি।
সিনহা বলেন, তাঁর মন্ত্রক খতিয়ে দেখছে, মালবাহী ট্রেনকেও এখন থেকে যাত্রীবাহী ট্রেনের মতো টাইম টেবল মেনে চালানো যায় কিনা। একটি পাইলট প্রজেক্টও শুরু হয়েছে। তাতে তিন-চারটি পণ্যবাহী ট্রেন সময়সূচি মেনেই চালানো হচ্ছে। এবার প্রজেক্টের ফলাফল খতিয়ে দেখে সব পণবাহী ট্রেনের ক্ষেত্রে টাইম টেবল চালু করা হতে পারে।
মোদী ছোটবেলায় চা বেচতেন, সেই ভাদনগর স্টেশনের সাজসজ্জায় বরাদ্দ ৮ কোটি
Web Desk, ABP Ananda
Updated at:
22 Apr 2017 01:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -