নিয়োগ প্রক্রিয়ার সময় ২ বছর থেকে কমিয়ে ৮-৯ মাস করতে চলেছে রেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2018 07:48 PM (IST)
নয়াদিল্লি: নিয়োগ প্রক্রিয়া সময় দু বছর থেকে কমিয়ে আট-নয় মাস করার সিদ্ধান্ত রেলওয়ের। এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। রেলে এই মুহূর্তে রয়েছে ২ লক্ষ শূন্যপদ। সেগুলি দ্রুত পূরণ করতে রেলের ১৬ টি জোনেপ জেনারেল ম্যানেজাররা নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা কমিয়ে আনতে রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানির কাছে আর্জি জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তিনি বলেছেন, প্রতিটি ধাপের কাজ দ্রুত সম্পন্ন করার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া যাতে আট থেকে নয় মাসের বেশি না হয়, সে সম্পর্কে একটি প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে। রেল বোর্ড ছয় মাসের মধ্যে এই প্রক্রিয়া সমাপ্ত করার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। তবে আধিকারিকরা মনে করছেন, এঙক্ষেত্রে সর্বাধিক সময়সীমা ৯ মাস পর্যন্ত হতে পারে। বোর্ড তার বিভাগগুলিকে এ ব্যাপারে ২০ জানুয়ারির মধ্যে প্রস্তাব জমা দিতে বলেছে। ২০১৬-র ডিসেম্বরের হিসেব অনুযায়ী, রেলে কর্মী সংখ্যা প্রায় ১৩ লক্ষ। গ্রুপ সি ও গ্রুপ ডি ক্যাটগরিতে রেলে ২২২,৮২৩ পদ খালি রয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, সুরক্ষা বিভাগে ১২২,৯১১ এবং ট্রেন চালানোর ক্ষেত্রে ১৭,৪৬৪ কর্মী কম রয়েছে।