মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন, পুনের মিরাজ ডিভিশনে পৌঁছেছে ট্রেনটি। সেখানেই পানীয় জল ভরার প্রক্রিয়া চলছে। কাজ শেষ হলেই ওই ট্রেনটিকেও লাতুরে পাঠানো হবে।
টুইটারে দেবেন্দ্র বলেন, মহারাষ্ট্র সরকার এবং রেলমন্ত্রক যৌথভাবে খুব দ্রুততার সঙ্গে কাজ করছে। খরা বিধ্বস্ত মানুষের কাছে যতদ্রুত সম্ভব তা পৌঁছে দেওয়া যায়, তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
রেলমন্ত্রী সুরেশ প্রভুও জানিয়েছেন, ৫০ ট্যাঙ্ক ওয়াগন পরিচ্ছন্ন পানীয় জল পাঠানো হচ্ছে লাতুরে।
১৫ এপ্রিলের মধ্যেই লাতুরে পৌঁছে যাওয়ার কথা ট্রেনটির।