নয়াদিল্লি: এবার থেকে ট্রেনে কটূ ফিনাইল নয়, মৃদু পাইন বা লেমন গ্রাস সুবাসের ঘ্রাণ পাবেন যাত্রীরা। কারণ ট্রেনে বা রেলের দফতরে সুগন্ধি কীটনাশক ও দুর্গন্ধনাশক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রেল।


গত ৫ তারিখ এক নির্দেশিকা জারি করে রেল বোর্ড। সেখানে বলা হয়েছে, ট্রেনের কামরায় ও রেলর দফতরে আরও ভাল ও উন্নতমানের কীটনাশক ও দুর্গন্ধনাশক ব্যবহার করার ওপর জোর দিতে বলেছেন রেলমন্ত্রী।


নির্দেশিকা অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর রেলমন্ত্রী যে বৈঠক করেছেন, সেখানে তিনি বিশেষভাবে ফিনাইল-জাতীয় কীটনাশক ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। রেলমন্ত্রীর মতে, কোনও প্রকার কটূ গন্ধ যেন যাত্রীরা না পান। এর জন্য সুগন্ধী কীটনাশক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন গোয়েল।


ফলে, এখন থেকে ট্রেন, দফতর, স্টেশন, হাসপাতাল সহ রেলের সব প্রতিষ্ঠানেই পাইন ও লেমন গ্রাসের গন্ধ মিলবে।