নয়াদিল্লি: যাত্রীদের মধ্যে ঝগড়া থামাতে এবার সরকারিভাবে ট্রেনের সংরক্ষিত স্লিপার শ্রেণির কামরায় ঘুমনোর সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিল রেল।


ট্রেনের সংরক্ষিত স্লিপার শ্রেণির কামরায় ঘুমের সময় নিয়ে বহু যাত্রীর মধ্যে খিটির-মিটির লেগেই থাকে। কিছু যাত্রীর (বিশেষ করে লোয়ার ও মিডল বার্থের) অতি-ঘুমের জন্য অসুবিধায় পড়েন সহ-যাত্রীরা। এই নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ দায়েরও হয়েছে প্রচুর।


এবার, সেই সমস্যার সমাধানে এক অভিনব পন্থা বের করল রেলমন্ত্রক। সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। রেল বোর্ডের ওই নির্দেশিকায় বলা হয়েছে, সংরক্ষিত স্লিপার শ্রেণির কামরার যাত্রীরা এখন থেকে শুধুমাত্র রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্তই ঘুমোতে পারবেন। এতদিন এই সময় রাত ৯টা থেকে সকাল ৬টা ছিল।


যদিও, নিয়মের ব্যতিক্রমও বলা হয়েছে নির্দেশিকায়। রেল জানিয়েছে, অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী এবং গর্ভবতী মহিলারা যদি মনে করেন, তাহলে এই সময়সীমার বাইরে ঘুমোতে পারেন। সেক্ষেত্রে, সহ-যাত্রীদের অনুরোধ, তাঁরা যেন একটু সহযোগিতা করেন।