সহারনপুর: ভুল করে এক হাজার বছর পরের দিনের টিকিট দিয়েছিলেন রেলের সংশ্লিষ্ট কর্মী। খেয়াল করেননি বৃদ্ধ অধ্যাপক। সেই টিকিট নিয়েই তিনি নির্দিষ্ট দিনে ট্রেনে ওঠেন। টিকিট পরীক্ষক এই ভুল দেখতে পেয়ে তাঁকে ৮০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই বৃদ্ধ জরিমানা দিতে রাজি হননি। এরপর তাঁকে মাঝপথে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এই হেনস্থা মেনে না নিয়ে উপভোক্তা আদালতের দ্বারস্থ হন তিনি। তাঁর শারীরিক ও মানসিক হেনস্থার কথা বিবেচনা করে রেলকে ১০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিষ্ণুকান্ত শুক্ল নামে এই অবসরপ্রাপ্ত অধ্যাপক জানিয়েছেন, ২০১৩ সালে রেলের কাউন্টার থেকে কনৌজ যাওয়ার টিকিট কাটেন তিনি। তবে ২০১৩-র বদলে তাঁকে ৩০১৩ সালের টিকিট দেওয়া হয়। এর জেরেই তাঁকে হেনস্থার শিকার হতে হয়।

উপভোক্তা আদালতে শুনানির সময় রেলের পক্ষ থেকে দাবি করা হয়, ট্রেনে ওঠার আগে যাত্রীদেরই টিকিটের তারিখ দেখে নেওয়া উচিত। তবে আদালত এই দাবি খারিজ করে দেয়। ১০,০০০ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি খরচ, টিকিটের দাম এবং সুদ বাবদ ৩,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এই রায়ে খুশি বিষ্ণুকান্ত।