নয়াদিল্লি: রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসে কামরার ক্ষেত্রে বদল আনার কথা ভাবছে ভারতীয় রেল। এসি টু টিয়ারের বদলে এই ট্রেনগুলিতে এসি টু টিয়ার কামরা লাগানোর কথা ভাবা হচ্ছে। এক বছরের মধ্যেই রাজধানী এক্সপ্রেসে ২৫০টি থ্রি টিয়ার কোচ লাগানো হতে পারে বলে খবর।
রেলমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রতিটি রাজধানী এক্সপ্রেসেই এসি টু টিয়ার কামরা থাকে। তবে কম যাত্রীই এই কামরার টিকিট কাটেন। ফলে রেলের রাজস্ব ক্ষতি হয়। অন্যদিকে, এসি থ্রি টিয়ারের টিকিটের চাহিদা সবসময়ই বেশি থাকে। সেই কারণেই টু টিয়ারের বদলে থ্রি টিয়ার কামরা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে রাজধানী, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেসে ফ্লেক্সি ফেয়ার চালু হয়। যদিও এক্ষেত্রে বদল আনার কথা ভাবছে রেলমন্ত্রক। এরই মধ্যে কামরার ক্ষেত্রে বদল আনার পরিকল্পনা করা হচ্ছে।
রাজধানী, দুরন্ত এক্সপ্রেসে এসি টু –র বদলে লাগানো হতে পারে থ্রি টিয়ার কোচ
Web Desk, ABP Ananda
Updated at:
18 Apr 2018 05:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -