নয়াদিল্লি: ২ অক্টোবর গাঁধী জয়ন্তীর দিন 'রাষ্ট্রীয় স্বচ্ছতা দিবসে'র পাশাপাশি 'নিরামিষ দিবস' হিসাবেও পালনের প্রস্তাব দিল রেল। মন্ত্রকের বক্তব্য, মহাত্মা গাঁধী ভারতের নিরামিষ আহারের সবচেয়ে বড়, নামী প্রবক্তা। তাঁকে সম্মান জানাতেই তাদের এমন ভাবনা। রেলওয়ে বোর্ডের প্রস্তাব, এ বছর, ২০১৯ ও ২০২০ তেও ২ অক্টোবর দিনটিতে রেলওয়ের কোনও ভবনে আমিষ খাবার পরিবেশন করা হবে না। কেন্দ্র গাঁধীর ১৫০-তম জন্মবার্ষিকী বিশেষ ভাবে উদযাপনের পরিকল্পনা করছে।
নিরামিষ দিবস পালন ছাড়াও রেলমন্ত্রক ১২ মার্চ দিনটি ডান্ডি পদযাত্রা স্মরণে সবরমতী থেকে একটি 'বিশেষ লবন রেক' ও সবরবতী থেকে মহাত্মার সঙ্গে যোগসূত্র আছে, এমন সব স্টেশনে 'স্বচ্ছতা এক্সপ্রেস' ট্রেন চালানোর পরিকল্পনাও নিয়েছে রেল। মহাত্মার ছবি দেওয়া টিকিটও ইস্যু করবে তারা।
রেল বোর্ড অবশ্য জানিয়েছে, তাদের সামগ্রিক পরিকল্পনাটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুমোদনসাপেক্ষ। বিশেষ উদযাপনের ব্যাপারে নোডাল এজেন্সির ভূমিকা পালন করে সংস্কৃতি মন্ত্রক।
গত মাসেই সব রেল জোনে বার্তা পাঠিয়ে রেল বোর্ড বলে, ২০১৮, ২০১৯ ও ২০২০-র ২ অক্টোবরকে সম্পূর্ণ নিরামিষ দিন হিসাবে পালন করা যেতে পারে। সেদিন রেলের কোনও ভবনে আমিষ খাবার পাওয়া যাবে না। সব রেলকর্মীকে দিনটি নিরামিষ দিবস হিসাবে পালনের আবেদন করা হচ্ছে। গাঁধীর স্মৃতিবিজড়িত সব স্টেশনকে থিমের ভিত্তিতে রাঙিয়ে দেওয়া, জাতির জনকের উল্লেখযোগ্য কর্মকান্ডের বর্ণনা দেওয়া ডিজিট্যাল মিউজিয়াম তৈরি সহ আরও নানা ভাবনা রয়েছে রেলের। প্রস্তাব এসেছে যে, রেলের সব ডিভিশনের সদর স্টেশন ও তাদের বিভিন্ন প্রশাসনিক ভবনও গাঁধীর ম্যুরাল রাখা হতে পারে।
মিলবে না আমিষ খাবার, ২ অক্টোবর 'নিরামিষ দিবস' পালন করে গাঁধীকে শ্রদ্ধা জানাতে চায় রেল
Web Desk, ABP Ananda
Updated at:
20 May 2018 01:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -