নয়াদিল্লি: রাজধানী এক্সপ্রেস ২৪ ঘণ্টার মধ্যে গন্তব্যে গিয়ে আবার ফিরতে পারবে কি না, সে বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে রেলমন্ত্রক। দু’বার ট্রেন পরীক্ষার জন্য আধঘণ্টা সময় দিয়ে ট্রেনটি একই দিনে ফিরত যাত্রা করতে পারে কি না, সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল ‘সম্পর্ক, সমন্বয় এবং সংবাদ’ শীর্ষক আলোচনাসভায় এ বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। রেলমন্ত্রী পীযূষ গয়াল এই বৈঠকে হাজির থাকবেন। সেখানে ২০২২ পর্যন্ত রেলের উন্নয়নের বিষয়ে পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
রেলমন্ত্রক সূত্রে খবর, আগামীকালের আলোচনাসভায় পরিকাঠামো ও সংস্কৃতি বিষয়ক সংস্কার নিয়ে আলোচনা হবে। ২০২২ সালের মধ্যে মাল পরিবহণ বাড়ানোর মাধ্যমে রাজস্ব ও বাজারের উপর আধিপত্য ৪০ শতাংশ বৃদ্ধি করাই রেলের লক্ষ্য। এ বিষয়েও কাল আলোচনা হবে। এছাড়া সময়ে ট্রেন চালানো, যাত্রীস্বাচ্ছন্দ্য, সুরক্ষা ও সৌন্দর্য নিয়েও আলোচনা হবে। এছাড়া রেলকর্মীদের কীভাবে খুশি রাখা যায় এবং তাঁদের অনুপ্রেরণা দেওয়া যায়, সে বিষয়েও কথা হতে পারে।
রোজ রাজধানী এক্সপ্রেসের ফিরতি যাত্রার ব্যবস্থা করার ভাবনা রেলমন্ত্রকের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Dec 2017 09:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -