নয়াদিল্লি: শীততাপ নিয়ন্ত্রিত কোচের দাবি মেটাতে এবার দূরপাল্লার ট্রেনে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা বাড়াতে চলেছে রেল।


রেলওয়ের পরিসংখ্যান বলছে, গত বছর পয়লা এপ্রিল থেকে এ বছর ১০ মার্চ পর্যন্ত এসি থ্রি টিয়ারে চড়েছেন মোট যাত্রীর ১৭ শতাংশ। মোট যাত্রীভাড়া থেকে যা আয়, তার ৩২.৬০ শতাংশ আসছে এই যাত্রীদের পকেট থেকে।

গত বছর এসি থ্রি টিয়ারে চড়েন ১৬.৬৯ শতাংশ যাত্রী, এ বছর তা বেড়ে হয়েছে ১৭.১৫ শতাংশ। অর্থাৎ যাত্রীদের মধ্যে এসি থ্রি টিয়ারের জনপ্রিয়তা বাড়ছে।

আবার স্লিপার ক্লাসে যাতায়াত করেছেন ৫৯.৭৮ শতাংশ যাত্রী, যাত্রীভাড়ার ৪৪.৭৮ শতাংশ দিয়েছেন তাঁরা। গত বছর স্লিপার ক্লাসে চড়েন মোট যাত্রীর ৬০ শতাংশের বেশি, সে হিসেবে শতাংশ অল্প হলেও কমেছে।

রেল মন্ত্রক জানাচ্ছে, বহু যাত্রীই এখন স্লিপার ক্লাস ছেড়ে এসি থ্রি টিয়ারে যাওয়ার কথা ভাবছেন, ফলে কমছে স্লিপারে যাত্রী সংখ্যা। তাই দূরপাল্লার ট্রেনে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা তারা ধীরে ধীরে বাড়ানোর পথে হাঁটছে।

কিছুদিন আগে রেল চালু করেছে শুধু এসি থ্রি টিয়ার কোচ সম্বলিত হামসফর এক্সপ্রেস। জানা যাচ্ছে, জনপ্রিয় হয়েছে ট্রেনটি।