উত্তর-পূর্ব রেলে মহিলাদের নিরাপত্তার জন্য ‘প্যানিক বাটন’
Web Desk, ABP Ananda | 16 May 2018 03:51 PM (IST)
লখনউ: এ বছর মহিলা ও শিশুদের নিরাপত্তার উপর বিশেষ জোর দিচ্ছে ভারতীয় রেল। এরই অঙ্গ হিসেবে মহিলাদের নিরাপত্তার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে উত্তর-পূর্ব রেল। মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় যাদব জানিয়েছেন, ‘রাতে শহরতলির ট্রেনগুলিতে মহিলা আরপিএফ জওয়ান নিয়োগের কথা ভাবা হচ্ছে। যে মহিলারা একা ট্রেনে যাতায়াত করেন, তাঁদের বিভিন্ন ধরনের খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে মহিলাদের জন্য ট্রেনের কামরায় প্যানিক বাটন রাখারও পরিকল্পনা করা হচ্ছে। সব কামরাতেই থাকবে এই বাটন। এটি গার্ডের কামরার সঙ্গে যুক্ত থাকবে। বিপদের সময় মহিলারা যাতে সহজেই এই বাটন টিপে গার্ডকে সজাগ করতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য বিদ্যুতের সুইচের উপরেই লাগানো হবে এটি। কোনও মহিলা এই বাটন টিপলেই দ্রুত ব্যবস্থা নেবেন ট্রেনে থাকা কর্মীরা।’ সঞ্জয় আরও জানিয়েছেন, এখন কোনও মহিলা ট্রেনে যাতায়াত করার সময় বিপদে পড়লে হেল্পলাইন নম্বরে ফোন বা এসএমএস করে সাহায্য চাইতে পারেন। জরুরি পরিস্থিতিতে চেন টেনেও ট্রেন থামানো যায়। তবে নতুন ব্যবস্থার ফলে মহিলাদের সুবিধা হবে। মহিলা কামরার রং বদল করা, এই কামরাগুলির জানলায় তারের জাল লাগানোর পরিকল্পনাও রয়েছে। এছাড়া শহরতলিতে যাওয়া ট্রেনগুলির মহিলা কামরায় এবং সংশ্লিষ্ট স্টেশনগুলিতে মহিলা কামরা থামার জায়গায় সিসিটিভি লাগানো, রেলের আইন বদল করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা করারও প্রস্তাব দেওয়া হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে সাজা দেওয়ার জন্য বিশেষ অভিযানও চালানো হবে।