নয়াদিল্লি: ঘুরপথে ভাড়া বাড়ছে রাজধানী, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেসের। শুক্রবার থেকেই এই তিন ট্রেনের টিকিট বুকিংয়ে চালু হচ্ছে ‘ফ্লেক্সি ফেয়ার’। ১এসি ও ইসি শ্রেণি ছাড়া অন্য সব কামরার ক্ষেত্রেই বুকিংয়ের খরচ বাড়তে চলেছে। প্রথম ১০ শতাংশ বুকিং হয়ে যাওয়ার পর থেকেই ধাপে ধাপে ভাড়বে বাড়া। প্রতি ১০ শতাংশ টিকিট বিক্রি হওয়ার পর ভাড়া ১০ শতাংশ করে বেড়ে যাবে। চাহিদা অনুযায়ী ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে ভাড়া।

 

রেল মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২এসি ও চেয়ার কারে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানো হতে পারে। ৩এসি-র ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ভাড়া। বুকিং চার্ট তৈরি করার সময় যে আসনগুলি খালি থাকবে, সেগুলি কারেন্ট রিজার্ভেশনের মাধ্যমে বুক করা যাবে। সেক্ষেত্রে যে দামে শেষ টিকিট বিক্রি করা হয়েছে, সেই দামেই কারেন্ট রিজার্ভেশনে টিকিট বিক্রি করা হবে। বুকিংয়ের ভাড়া ধাপে ধাপে বাড়ানো হলেও, কর এবং অন্যান্য খরচ অপরিবর্তিত থাকবে।

 

নতুন ভাড়া চালু হওয়ার পর যাত্রীরা বুকিং করার সময় সব শ্রেণির টিকিটের বর্ধিত দাম দেখতে পাবেন। তাঁরা যে শ্রেণির টিকিট কাটতে চাইছেন, তার চেয়ে উচ্চ শ্রেণির টিকিটের দাম যদি কম হয়, তাহলে উচ্চ শ্রেণির টিকিট কাটার সুযোগ যাতে নিতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা চালু করা হবে বলে জানা গিয়েছে।