মুম্বই: আগামী পাঁচ বছরে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ভারতীয় রেল। কর্মসংস্থান হবে ১০ লক্ষাধিক। এমনটাই জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।
গত অগাস্ট মাসে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় রেলমন্ত্রীর দায়িত্ব নেন গয়াল। একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি জানান, রেলকে তিনি নতুন দিশা দিতে চান। বলেন, আগামী পাঁচ বছরে প্রায় ১০ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে। এতে, ১০ লক্ষের বেশি চাকরি হবে।
পীযূষ জানান, দেশবাসীকে নিরাপদ, সুরক্ষিত ও আরামদায়ক যাত্রা পরিষেবা দেওয়ার অঙ্গীকারবদ্ধ কেন্দ্র। আর সেই লক্ষ্যপূরণে রেলের ভূমিকা অপরিসীম। তিনি জানান, পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হলে স্থানীয় নির্মাশিল্পের প্রসার হবে।
গয়াল জানান, দেশের সব রেললাইনের বৈদ্যুতিকরণের লক্ষ্যমাত্রা আগামী ১০ বছর থেকে কমিয়ে ৪ বছর করা হয়েছে। এর ফলে, খরচ ৩০ শতাংশ কমবে বলে আশা রেলমন্ত্রীর। তাঁর মতে, বৈদ্যুতিকরণের ফলে প্রতি বছর রেলের জ্বালানি খরচ বাবদ প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।