নয়াদিল্লি: রান্নার গ্যাসের পর এবার কি রেলও যাত্রীদের ভর্তুকি ছাড়ার আবেদন জানানোর পথে হাঁটতে চলেছে? রেলের একটি পদক্ষেপে এই ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে। রেল কত টাকার ভর্তুকি দিচ্ছে তা ট্রেনের টিকিটে ছাপানো শুরু হয়েছে। রেল যাত্রার প্রকৃত খরচ যাত্রীদের কাছে তুলে ধরাই এই পদক্ষেপের উদ্দেশ্য।
রেলে যাতায়াতের ক্ষেত্রে প্রকৃত খরচের গড়ে মাত্র ৫৭ শতাংশ যাত্রীদের কাছ থেকে উশুল হয়। এবার রেলের টিকিট কাউন্টার থেকে কেনা যাত্রীদের টিকিটে এই বিষয়টিরই প্রতিফলন দেখা যাবে। রেলওয়ে বোর্ড সদস্য (ট্রাফিক) মহম্মদ জামশেদ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যাত্রীদের যে পরিষেবা দেওয়ার হয় তার খরচের ৫৭ শতাংশ টিকিট থেকে পাওয়া যায়। লোকাল ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে যাত্রার মোট খরচের মাত্র ৩৭ শতাংশ পাওয়া যায়। এই বিষয়টিই এবার ট্রেনের টিকিটে প্রতিফলিত হবে।
জামশেদ বলেছেন, যাত্রীদের সচেতন করতেই এই উদ্যোগ। এতে যাত্রীরা বুঝতে পারবেন যে, ট্রেনে যাত্রার প্রকৃত খরচ কত, আর এ জন্য রেলকে কতটা বোঝা টানতে হয়।
তিনি বলেছেন, এই সচেতনতা অত্যন্ত জরুরী। এরফলে ট্রেনের ভাড়ার যুক্তিগ্রাহ্যতার বিষয়টি গুরুত্ব পাবে। রেলওয়ের স্বার্থেই ভাড়া যুক্তিসঙ্গত হওয়া উচিত।
এবার থেকে সংরক্ষিত ও অসংরক্ষিত-উভয় ধরনের টিকিটেই ভর্তুকি সংক্রান্ত তথ্য থাকবে।
জামশেদ বলেছেন, বর্তমানে যাত্রী পরিবহণে রেলের প্রতি বছর লোকসান হয় ৩৪ হাজার কোটি টাকা। পণ্য মাশুল থেকে এই লোকসান সামাল দেওয়া হয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
টিকিটে ছাপা হবে প্রকৃত খরচ, এবার কি রেল যাত্রাতেও ভর্তুকি ছাড়ার আর্জি জানাবে মোদী সরকার?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2016 05:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -