নয়াদিল্লি: রেলমন্ত্রক কেন্দ্রীয় মন্ত্রিসভাকে প্রস্তাব দেবে, অযোধ্যা রেল স্টেশনকে রামমন্দিরের রেল্পিকা হিসাবে নতুন করে ঢেলে সাজানো হোক। এ কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা। রেল প্রতিমন্ত্রী ২০০ কোটি টাকার বেশি নানা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই উদ্যোগের কথা জানান।
প্রকল্পগুলির মধ্যে ৮০ কোটি টাকায় অযোধ্যা স্টেশনের পুনর্নির্মাণের বিষয়টিও আছে। রামভক্তরা যাতে সেখানে আসতে পারেন, সেজন্য অযোধ্যাকে রেলপথে গোটা দেশের সঙ্গে জুড়ে দেওয়ার বিষয়টি সরকারের মাথায় রয়েছে বলেও জানান তিনি। এও জানান, নতুন ভাবে সেজে ওঠা অযোধ্য স্টেশনে যাবতীয় আধুনিক পরিষেবা থাকবে।
তিনি বলেন, ফৈজাবাদ-বরাবাঁকি রুটে ডাবল লাইন বসানো ও বিদ্যুতায়নের পিছনে ১১১৬ কোটি টাকা খরচ করা হচ্ছে, ২০২২ সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত বিজেপি এমপি বিনয় কাটিয়ার বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপায়ির আমল থেকেই অযোধ্যা রেল স্টেশনের উন্নয়নের কথা বলা হচ্ছে। স্টেশন পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলে রামমন্দির তৈরি করা শুরু হবে।