চেন্নাই: তামিলনাড়ুতে অব্যাহত বৃষ্টি। রাজধানী চেন্নাই ছাড়াও উপকূলবর্তী জেলাগুলিতেও টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসন এদিন স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে।

আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় চেন্নাইয়ের কাছে এন্নোরে সবচেয়ে বেশি ১১ সেমি বৃষ্টি হয়েছে। আগামী দুদিনে অবশ্য বৃষ্টি কমবে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১০ নভেম্বর থেকে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি আজ কিছুটা শক্তিশালী হয়েছে। তবে আগামী দুদিনে তা উত্তর দিকে সরে যাবে। এর প্রভাবে বৃষ্টি কমবে। তবে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। চেন্নাই, কাঞ্চীপুরম, তিরুভাল্লুর জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, চেন্নাই ও সংলগ্ন এলাকার আকাশে থাকবে মেঘ।