চণ্ডীগড়: প্রচণ্ড ঝড়বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে হরিয়ানা ও পঞ্জাবের বেশ কিছু এলাকা। বৃষ্টি হচ্ছে মূলত চণ্ডীগড় ও আশপাশের এলাকায়। আবহাওয়া দফতর ইতিমধ্যেই ঝড়ের সতর্কতা জারি করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ১৩টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চল এই ঝড়বৃষ্টির মুখে পড়বে, সঙ্গে চলবে বজ্রপাত ও শিলাবৃষ্টি। এই রাজ্যগুলি হল উত্তরাখণ্ড, পঞ্জাব, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা। পশ্চিম রাজস্থানে ধুলোঝড়ের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি দেখে আজ ও আগামীকাল রাজ্যের সব স্কুলে ছুটি ঘোষণা করেছে হরিয়ানা সরকার। অল্প কদিন আগে এমনই ঝড়বৃষ্টিতে উত্তর ভারতে প্রাণ হারিয়েছেন অন্তত ১২৪ জন, আহতের সংখ্যা ৩০০-র বেশি। সরকারি হিসেবে শুধু উত্তর ভারতেরই মৃতের সংখ্যা ৭৩, আহত ৯১ জন। মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র, আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে। উত্তর প্রদেশ সরকার আবার মৃতদের পরিবারপিছু দিচ্ছে ৪ লক্ষ টাকা। আহতদের হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
হরিয়ানা সরকার অবশ্য জানিয়েছে, ঝড়বৃষ্টির জন্য আতঙ্কের কারণ নেই, মানুষের আগে থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। শিশু ও বয়স্কদের বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
রাজস্থান ও উত্তর প্রদেশে কদিন আগের ঝড়ে উপড়ে গিয়েছে ৩০-৪০টি আমগাছ। মূল ক্ষতি হয়েছে সাহারানপুর, পিলিভিট, মুজফফরনগর, বরেলি, রামপুর ও সীতাপুরে। কৃষক ও ব্যবসায়ীদের ধারণা, যেহেতু উত্তর প্রদেশ দেশের বাজারে অন্যতম বড় আম সরবরাহকারী, এই ক্ষতির ফলে তাই আমের দাম বাড়তে পারে। যদিও আগ্রার আশপাশে অল্প কয়েকটি জায়গা ছাড়া ফসলের বড় ক্ষতি হওয়ার খবর মেলেনি।
চণ্ডীগড়ে প্রচণ্ড বৃষ্টি, উচ্চ পর্যায়ের সতর্কতা জারি পঞ্জাব ও হরিয়ানায়, রাজস্থান, উত্তর প্রদেশে আমচাষের ব্যাপক ক্ষতি
ABP Ananda, Web Desk
Updated at:
07 May 2018 01:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -