চেন্নাই: অবশেষে তামিলনাড়ুর বর্ষা-বিপর্যস্ত জেলাগুলির জন্য কিছুটা স্বস্তির খবর বয়ে আনল আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি কমবে।


গত ২৪-ঘণ্টায় তামিলনাড়ু ও পুদুচেরির বহু এলাকায় ভারী বর্ষণ হয়েছে। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত তিরুনেলভেলি জেলার পাপানাসামে ১৪০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মণিমুতারু ও নাগাপত্তিনম। সেখানে ১২০ মিমি বৃষ্টি হয়েছে।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৫-ঘণ্টায় তামিলনাড়ু ও পুদুচেরির বেশ কয়েকটি অঞ্চলে হাল্কা বৃষ্টি হবে। অন্যদিকে, কাবেরি ব-দ্বীপ অঞ্চল সহ দুই রাজ্যের অন্যত্র ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, তাদের আশা, আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।


গত এক সপ্তাহ ধরে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতে প্রবল বৃষ্টি হয়ে চলেছে। রাজধানী চেন্নাই সহ নিকটবর্তী বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। তবে এদিন চেন্নাই এবং সংলগ্ন কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় গত কয়েকদিনের তুলনায় কম বৃষ্টি হয়েছে। ফলে, বাসিন্দাদের মধ্যে আশা জেগেছে।


রাজ্যের বৃষ্টি-পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। ইতিমধ্যেই, চারশোর ওপর মেডিক্যাল শিবির গঠন করা হয়েছে। ৬০০-র ওপর মেডিক্যাল টিম বৃষ্টি-কবলিত এলাকায় গিয়ে কাজ শুরু করে দিয়েছে। বাসিন্দাদের নির্দেশ, যে কোনও অসুস্থতার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্য শিবির বা টিমের কাছে দেখাতে।