জয়পুর: দীর্ঘদিন পরে ভারতের রেটিং এক ধাপ বাড়াল মার্কিন মূল্যায়ন সংস্থা মুডি’জ। Baa3 থেকে এক ধাপ উঠে হল Baa2। আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের হাত ধরে বৃদ্ধির সম্ভাবনা জোরাল হওয়ার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ভারতের রেটিং এক ধাপ বাড়িয়েছে মুডি’জ। বিরোধীদের আক্রমণের জবাব দিতে রেটিং বৃদ্ধির এই সাফল্যকে হাতিয়ার করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এই অবস্থায় প্রবীন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের দাবি, মূলত পূর্বতন ইউপিএ সরকারের কাজের ভিত্তিতেই ভারতের রেটিং বাড়িয়েছে মুডি’জ। তিনি বলেছেন, গত কিছুদিনের কাজের নিরিখে এই উন্নতি হয়নি। গত সাত-আট বছরে যা কাজ হয়েছে, সেগুলির মূল্যায়ণের মাধ্যমে রেটিংয়ে বৃদ্ধি ঘটানো হয়েছে।
চিদম্বরম বলেছেন, মুডি’জ রেটিং বাড়ানোয় তিনি খুশি। এক্ষেত্রে একটা বড় অবদান রয়েছে পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের। বাকিটা বর্তমান সরকারের।
একইসঙ্গে চিদম্বরম পাঁচ মাস আগে রেটিং পরিমাপের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মুডি’জের কাছে চিঠি পাঠানো নিয়ে কটাক্ষ করেছেন মোদী সরকারকে।
চিদম্বরম বলেছেন, নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ শেষের দিকে। এরপর লোকে এই সরকারকেও দুর্নীতি নিয়ে বদনামের মুখে পড়তে হবে। দ্বিতীয় ইউপিএ সরকারের মতোই বদনাম হবে তাদের।
চিদম্বরম জানান, এমন কোনও ঘটনা ঘটুক তা তিনি চান না। কিন্তু এমন ঘটনা ঘটবে বলেই মনে করেন তিনি।
তিনি বলেছেন, দ্বিতীয় ইউপিএ সরকারের মেয়াদের শেষে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল। কিন্তু যত ক্ষণ না পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হচ্ছেন, তত ক্ষণ তাঁকে দোষী বলা যায় না।
নির্বাচনের খরচ চালানোর জন্য অর্থ সংগ্রহকে দুর্নীতির অন্যতম কারণ হিসেবে মন্তব্য করেছেন চিদম্বরম। তিনি বলেছেন, নির্বাচনী তহবিল গড়ার পথ খুঁজে না পাওয়া পর্যন্ত দুর্নীতি কমানো সম্ভব নয়।
চিদম্বরমের অভিযোগ, কালো টাকা আটকাতে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিরাট ভাবে ব্যর্থ মোদী সরকার।
প্রধানত ইউপিএ সরকারের কাজের ভিত্তিতে মুডি’জ রেটিংয়ে উন্নতি ভারতের, দাবি চিদম্বরমের
ABP Ananda, web desk
Updated at:
20 Nov 2017 03:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -