নয়াদিল্লি: উত্তরপ্রদেশে দলের ভরাডুবির নৈতিক দায় নিয়ে কংগ্রেসের প্রদেশ সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন রাজ বব্বর।


এদিন সংসদ ভবন চত্বরে রাজ বব্বর বলেন, উত্তরপ্রদেশে দলের পরাজয়ে আমি নৈতিক দায় নিচ্ছি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আমি তা পালন করতে পারিনি। আমি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি। দলের প্রয়োজনে যা করার তাই করব।


এদিন তাঁকে প্রশ্ন করা হয়, কেন এই বিপর্যয়ের দায় নিচ্ছেন না রাহুল গাঁধী বা গুলাম নবি আজাদের মতো দলের শীর্ষস্থানীয় নেতারা? উত্তরে রাজ্যসভার সাংসদ বলেন, এই বিষয়গুলি নিয়ে দলের মধ্যেই আলোচনা হওয়া উচিত। তিনি যোগ করেন, আমাদের কেন্দ্রীয় স্তরের নেতারা পাঁচরাজ্যের নির্বাচনে কঠোর পরিশ্রম করেছেন। উত্তরপ্রদেশে ব্যর্থ হয়েছি।


নির্বাচনে ভরাডুবির পর দলের মধ্যেই কাঠামোগত পরিবর্তনের দাবি উঠেছে। খোদ রাহুল গাঁধীও এর স্বপক্ষে সওয়াল করেছেন। এই প্রসঙ্গে, রাজ বব্বরও শীর্ষ নেতৃত্বের সঙ্গে সহমত পোষণ করেন। যদিও, দলে রদবদল নিয়ে বলতে গিয়ে বব্বর জানান, একটা বা দুটো নির্বাচনে হারলেই দলীয় নেতৃত্ব পরিবর্তন করা উচিত নয়।